ষ্টাফ রিপোর্টার:
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সর্বস্তরের শ্রমিক সহ সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী তরুন দল ফতুল্লা থানার শাখার আহবায়ক, নারায়নগঞ্জ জজ কোর্টের এপিপি, আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী (গাঃ) শ্রমিক দল নারায়নগঞ্জ মহানগর এডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় এড. জিয়াউল আহমেদ ভূইয়া বলেন, ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করেছিল। তৎকালীন শাসকগণ শ্রমিকদের নিপীড়ন নির্যাতন করলে বিশ্বব্যাপী সে আন্দোলন ছড়িয়ে পড়ে।
পরে কর্তৃপক্ষ ৮ ঘণ্টা কর্ম দিবস মেনে নেয়।
সে থেকে প্রতিবছর সারা বিশ্বের ১ মে শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এডভোকেট জিয়াউল আহমেদ ভূঁইয়া শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমিকদের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং তাদের সাফল্য কামনা করেন।