ষ্টাফ রিপোর্টার:
ইঞ্জিনিয়ার মোঃআরিফ ভূঁইয়াকে সভাপতি ও রুহুল আমিন রাহুলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ গণ অধিকার পরিষদ মহানগরের ৪১ সদস্যের কমিটি ঘোষনা।
৭ই অক্টোবর সোমবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের জালকুড়ির দশপাইপ এলাকার পাপুয়া রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে রাষ্ট্র সংস্কারে তারুন্যের ভাবনা শীর্ষক মতবিনিময় শেষে মহানগর কমিটি ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান মহানগরের এই কমিটি ঘোষনা করেন।
কমিটিতে আরো ছিলেন সহ-সভাপতি হারুন অর রশিদ, মোঃআল আমিন, নুরুল আমিন, এড.সৈয়দ জিল্লুর রহমান, মোঃ ফরহাদ হোসাইন, মোঃ শামীম হোসাইন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ মারুফ, মোঃ রতন, মাহাদী হাসান সুমন, টোকন মিয়া, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাইফুল ইসলাম টিটু, মোঃ জুয়েল,আনোয়ার পারভেজ, আলী আজগর,তোফায়েল আহমেদ, মোঃ মোখলেছ মিয়া, মোঃ সোহাগ হোসেন, সুবর্ণা আক্তার, মোঃ শরিফুল ইসলাম, সিদ্দিকুর রহমান, মোঃ নাঈম, সাংগঠনিক সম্পাদক রাকিব মাহমুদ কালাম সহ মোট ৪১ জন।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, নারায়ণগঞ্জের মানুষ আপনেরা সংগ্রামী ।এই গণঅভ্যুত্থানে আপনেরা যে ভূমিকা পালন করেছেন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে। এর আগে শামীম ওসমান বোরকা পড়ে পালিয়েছিলো এবারও পালিয়েছে। গণঅভ্যুত্থানে এই শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জে হত্যা চালানো হয়েছে। কিন্তু কি হয়েছে শামীম ওসমান পালিয়েছে। যে বলেছিল খেলা হবে সে না খেলেই পালিয়ে গেছে। এই গণ অধিকার পরিষদের পালানোর কোন রেকর্ড নাই। আমরা ২০১৮ সাল থেকে এই গন অধিকার কাজ করছে। এই বাংলাদেশে হানাহানি হিংসা, বিদ্বেষ থাকতে পারে না। এই শামীম ওসমান নারায়ণগঞ্জে মাষ্টার মাইন্ড। নারায়ণগঞ্জে যত অন্যায় অবিচার হয়েছে তার সবকিছু তার নির্দেশ এই হয়েছে।নারায়ণগঞ্জে খুন, গুম হয়েছে শামীম ওসমানের নির্দেশ। নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র ত্বকীকেও হত্যার পিছনে শামীম ওসমানের হাত রয়েছে। এখনোই সময় এসেছে এই শামীম ওসমানের মত লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। আমরা হাতে হাত রেখে কাজ করবো।
তিনি আরো বলেন, কোথায় এখন শামীম ওসমান। সে পালিয়ে গেছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। রূপগঞ্জের গাজী কোথায় সে জেলে। নারায়ণগঞ্জের বড় ভূমিদস্যু, নদী খেকো নজরুল ইসলাম বাবু কোথায় সে তো কেন্দ্রী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলো। আমার সাথে কয়েকটি টকশোতে সে ছিলো। সে এখন কোথায়। আপনেরা যদি এমন করেন তাহলে আপনাদেরও তাদের মত পালাতে হবে।
এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত গন অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর দপ্তর সম্পাদক শাহীন হাওলাদারের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, দপ্তর সম্পাদক সাকিনুজ্জামান, মিডিয়া ও প্রচার সম্পাদক আবু হানিফ, সদস্য আবুল খায়ের শান্ত, গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান,জেলা ছাত্র অধিকার পরিষদ সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ, সদস্য সুবর্ণা আক্তার
জেলা যুব অধিকার পরিষদ সভাপতি মোঃ শরীফ প্রমূখ।