স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন বক্তাবলীর কৃতি সন্তান আল আমিন ইকবাল।
এ নিয়ে বিএনপি নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন বক্তাবলীর গর্ব হিসেবে আল আমিন ইকবাল জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আমরা আশা করি তার সুযোগ্য নেতৃত্বে জেলা কৃষক দল পূর্বের যে কোন সময়ের তুলনায় আরো বেশি শক্তিশালী হবে।
ইতিমধ্যে আল আমিন ইকবাল ঢাকা উত্তর কৃষকদলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
জানা যায়, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও রামনগর গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী,ক্রীড়ানুরাগী দানবীর ও সমাজসেবক আল আমিন ইকবাল জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো বেশী শক্তিশালী হবে।
এ ব্যাপারে আল আমিন ইকবাল মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ডটকমকে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপির চেয়ারপার্সন ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক, তারেক রহমান আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছে আমি আমার জীবন দিয়ে হলেও সে দায়িত্ব নীতি ও সততার সহিত পালন করবো।
জাতীয়তাবাদী দলের যেকোনো কর্মসূচি পালন করতে আপ্রাণ চেষ্টা করবো।
বক্তাবলী ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, মৎস্যজীবী দল, শ্রমিক দলের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাদের সকলের সহযোগিতা কামনা করছি।