ষ্টাফ রিপোর্টার:
আজ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশকে সফল করার আহবান জানান এনসিসি ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক ত্রান বিষয়ক সম্পাদক ও যুবদল নেতা মো.আনোয়ার হোসেন সানী।
এক বার্তায় তিনি বলেন,১৭ বছর আওয়ামীলীগের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে বাংলার শান্তিকামী সাধারন মানুষ। আগামীতে শান্তির দূত হিসেবে দেশের আপামর জনতার নয়নমনি তারুন্যের অহংকার তারেক রহমানের বলিষ্ট নেতৃত্ব জাতির আস্থা অর্জনে দেশ পরিচালনা করবে বিএনপি এটাই হোক আমাদের প্রত্যাশা। রাষ্ট্র সংস্কারে তারেক রহমান যে কর্মসুচি দিয়েছে তা বাস্তবায়ক করতে হবে। সে লক্ষেই আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই।
আজকের এ সমাবেশকে যেন জনসমুদ্রে পরিনত হয় সেটাই হবে বিএনপি নেতাকর্মীদের মুল উদ্দ্যোশ্য। সমাবেশকে সফল করতে আমরা ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মী উদগ্রীব হয়ে আছি। তিনি আরও বলেন,মির্জা আব্বাস সাহেবকে শুভেচ্ছা জানানোর জন্য জেলার প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ আগ্রহ নিয়ে বসে রয়েছেন। জননেতা মির্জা আব্বাস সাহেব আগামী দিনের জন্য যে নির্দেশনা প্রদান করবেন তা বাস্তবায়নের আমাদের প্রানপ্রিয় নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ভাই এর সাথে থেকে করে যাবো ইনশাআল্লাহ।