বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আনন্দ র্যালিতে যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল। তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজ্বী মুজিবুর রহমানের নির্দেশনায়, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল ও ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জ্বলের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ১১ টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন।
এরপর ঢাকা মহানগর উত্তর, দক্ষিন ও তার আসপাশের জেলা থেকে আসা নেতা কর্মীদের নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ র্যালি শুরু হয়ে নয়াপল্টন এলাকা ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে আনন্দ র্যালিটি শেষ হয়,এ সময় দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন আশপাশ।তারপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ,তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটি তাঁত ও শিল্প বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান,তাঁতীদল কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহবায়ক রেজাউল করিম রানা, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মো:বাশারুল আলম কামাল,নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এড.মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ,সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল,ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার,সাংগঠনিক সম্পাদক কামাল, ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট।
এ সময় আরো উপস্থিত ছিলেন, তাঁতীদল নেতা সোহেল,শুক্কুর,স্বপন,মামুন,আমির,মাসুম,উৎসব,জাকির, মিজানসহ ও ফতুল্লা,সিদ্ধিরগঞ্জ,বন্দর,রূপগঞ্জ, আড়াইহাজার থনা সহ বিভিন্ন ওয়ার্ড ও অঙ্গসংগঠন এবং ঢাকার আসপাশের জেলার অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ, ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।