ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সনাতন পার্টি ( বিএসপি ) নারায়ণগঞ্জ জেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৫ মে বিকেলে নগরীর এক রেষ্টুরেন্টে বিএসপির কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ কুমার দাস ও সাধারন সম্পাদক অ্যাড.সুমন কুমার রায় স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়। কমিটিতে টনি সনাতন মল্লিককে সভাপতি ও অভিরাম সুত্রধরকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সিনিয়র সহ-সভাপতি উত্তম সুত্রধর,সহ-সাধারন সম্পাদক শ্রীরুপ সরকার,সাংগঠনিক সম্পাদক গোপাল,অর্থ সম্পাদক অজয় রায়, দপ্তর সম্পাদক অসীম চন্দ্র রায়।
নবনির্বাচিত কমিটির সভাপতি টনি সনাতন মল্লিক বলেন, বাংলাদেশ সনাতন পার্টি সকল ধর্মের জন্য গঠিত হয়েছে। এদেশের বসবাসকারী সকল ধর্মের লোকজন দেশের কল্যানে যুক্ত হয়ে এক কাতারে থেকে কাজ করতে পারবে। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। এখানে একই সময়ে মসজিদ নামাজ এবং মন্দিরে পুজা উদযাপিত হয়। আমরা হিন্দু-মুসলিম,খ্র্টিান ও বৌদ্ধরা সকলে সকলের উৎসবে পাশাপাশি থেকেই উদযাপন করি। আমাদের কারোর মাঝে কোন প্রকার ভেদাভেদ নেই। তিনি আরও বলেন, আমরা চাই দেশের অন্যান্য রাজনৈদিক দলের মত বাংলাদেশ সনাতন পার্টিও দেশের সকল কল্যানমুলক কাজে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নত দেশে রুপান্তরিত করে তুলবে। এ জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি।