ষ্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নারায়নগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ইমরান বলেছেন,ফতুল্লা থানা মৎস্যজীবি দলের আংশিক কমিটি অবৈধ।
গনমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ বার্তায় আনোয়ার হোসেন ইমরান বলেন,নারায়ণগঞ্জ জেলা সকল উপজেলা/থানা ও পৌরসভার নেতাকর্মীদের জানানো যাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটিই বৈধ কমিটি। ইতিমধ্যে ০৩-০৭-২০২৪ইং তারিখে স্থানীয় দৈনিক সময় পত্রিকায় ও সামাজিক যোগাযোগ ফেইসবুক আইডি থেকে নারায়ণগঞ্জ জেলা সভাপতি এইচ এম হোসেন একক স্বাক্ষরে ফতুল্লা থানা আংশিক কমিটি সংক্রান্ত খবর আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণভাবে অসাংগঠনিক এবং সংগঠন পরিপন্থি, যা আমাকে না জানিয়ে সভাপতি নিজে পকেট কমিটি করেছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ইমরান, নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের কমিটিতে আমার স্বাক্ষর না থাকায় ফতুল্লা থানা কমিটি অবৈধ। আমি এই কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং বাতিল ঘোষণা করছি।