ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে অবস্থিত কাশিপুর ইউনিয়ন ( ভুমি ) অফিসের সহকারী কর্মকর্তা মো.মোস্তফা মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও সহকারী ভুমি কমিশনার নারায়ণগঞ্জ সদর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো.হাসমতউল্লাহ ও মনির হোসেন নামে দুই ব্যক্তি।
তিনি অভিযোগে উল্লেখ করেন যে, ১৯৬৯ সালে ৯০৪৯ নং দলিলমুলে সাফ কবলা দলিলমুলে কাশিপুর মৌজাস্থিত এসএ ১০৮৯ ও আরএস ১২৫৯নং খতিয়ানভুক্ত এসএ ৯৩ ও আরএস ২৯২নং দাগে ১৯ শতাংশ ভুমিতে দ্বিতল ভবন নির্মান করে ভোগদখলে আসছি। দখলবিহীন সাইদুল ২০১৫ সালে পরস্পর যোগসাজেস করে ০২-০৪৮০/১৫-১৬,০২-০২৫১ ও ০২-১২১৬/১৪-১৫নং নামজারী জমাভাগ করে নেয়। বিষয়টি জানতে পেরে বিজ্ঞ সহকারী কমিশনার (ভুমি ) নারায়ণগঞ্জ সদর বরাবর বিবিধ মোকদ্দমা নং ৮৪/১৯ দায়ের করিলে বিজ্ঞ নিন্ম আদালত উক্ত মোকদ্দমায় বিগত ২৬/১২/২৩ইং ৪২নং আদেশ প্রদান করেন।
বিজ্ঞ নিন্মালতের আদেশ বলে কাশিপুর মৌজার আরএস ১২৫৯ নং খতিয়ানে বিবিধ ৮৪/১৯ নং মোকদ্দমার বাদী মো.হাসমতউল্লাহ ও মনির হোসেনের নাম শুদ্ধরুপে লিপিবদ্ধ হইয়া প্রচারিত ও প্রকাশিত হয়। আরএস রেকর্ড মোতাবেক বিগত ০৯/১০/২৪ইং তারিখে ১০৪১৯০২৬ নং আবেদনে ২৩২৫/২৪-২৫ নং নামজারী মোকদ্দমায় ০৩/১১/২৪ইং তারিখ নামজারী খতিয়ান নং ২০০৫৪ মঞ্জুর হয় এবং ০৯/১০/২৪ইং তারিখে ১০৪১৯৩৬৮ নং আবেদনে ২৩২৬/২৪-২৫ নং নামজারী মোকদ্দমায় ০৩/১১/২৪ইং তারিখে নামজারী খতিয়ান নং ২০০৫৭ মঞ্জুর হয়। কাশিপুর ইউনিয়নের ভুমি অফিসের ভারপ্রাপ্ত মো.মোস্তফা মিয়া বিবিধ মোকদ্দমা নং ৮৪/১৮ এর আদেশ দাখিলে বিগত ২৫/০৩/২৪ইং তারিখে তামিল পুর্বক কাশিপুর মৌজাস্থিত আরএস রেকর্ড সংশোধন করেন। পরবর্তীতে বিগত ১০/০১/২৪ইং তারিখে সহকারী ভুমি কমিশনার নারায়ণগঞ্জ অফিসে রক্ষিত আরএস খতিয়ান সংশোধন করেন। উপরোক্ত আইনগত কার্যক্রম সম্পন্ন হইবার পরও ইউনিয়ন ভুমি অফিসের নায়েব মো.মোস্তফা মিয়া সম্পূর্ন অবৈধ লোভের বশবর্তী হইয়া বেআইনী,যোগ সাজসিকভাবে বিগত ০৮/০৮/২৪ইং তারিখে ৬৭৪ (আইএক্স-আই)/২০২৪-২০২৫ নামজারী কেইস মুলে স্বস্ত,স্বার্থ দখল বিহীন আরমানগং এর নামে নালিশা ২৯২ দাগে ১.৬০ শতাংশ সম্পত্তি এবং বিগত ০৭/০৮/২৪ইং তারিখে ৬৭৩ ( আইএক্স-আই )/২০২৪-২০২৫ নামজারী কেইস মুলে নামজারী স্বস্ত,স্বার্থ দখল বিহীন এ একএম পলাশ আহম্মেদ এর নামে নালিশা ২৯২ দাগের ৪.৯০ শতাংশ সম্পত্তি যথাক্রমে ১৯৮৪৪ নং ও ১৯৮৪১ নং নামজারী খতিয়ান তৈরী করে একুনে ৬.৫০ শতাংশ সম্পত্তি নামজারী করেন। যেহেতু বিগত ২৫/০৩/২৪ইং তারিখে ইউনিয়ন ভুমি অফিসে সংরক্ষিত আরএস খতিয়ান রায়ের আলোকে সংশোধন করার পরও উক্ত সংশোধন উপক্ষো করিয়া সম্পূর্ন বেআইনী ভাবে অনৈতিক স্বার্থে তর্কিত ১৯৮৪৪ ও ১৯৮৪১ নং নামজারী খতিয়ান সৃষ্টি করে নামজারী প্রদান করেন।
আমরা দরখাস্তকারী পক্ষে বিগদ ০৭/০৭ ২৪ইং তারিখে ১৯৩ ( আইএক্স-আই)/২০২৪-২০২৫ ও ১৯৪ ( আইএক্স-আই )/২০২৪-২০২৫ নং নামজারী কেইস মুলে আবেদন করিলে স্থানীয় কাশিপুরস্থিত ইউনিয়ন ভুমি অফিসের নায়েব মো. মোস্তফা অবৈধভাবে উক্ত আবেদন না-মঞ্জুর করে ৩১/০৭ ২০২৪ইং তারিখে রিপোর্ট প্রদান করেন। সেহেতু আইন বহির্ভুত তর্কিত ১৯৮৪৪ ও ১৯৮৪১ নং নামজারীদ্বয় কর্তন তরতঃ উক্ত নামজারীতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা আবশ্যক।