নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ আহমেদকে পুনরায় তার দায়িত্বে বহাল রেখেছে হাইকোর্টের আপিল বিভাগ। বুধবার (২১ মে) আকিল উদ্দিন সিকদারের দাখিলকৃত পিটিশন স্থগিত (স্টে) করে এ আদেশ দেয় আদালত।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মোঃ আব্দুর রশিদ বলেন, “হাইকোর্ট আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান ঘোষণা করেনি। বরং, তাকে কেন প্যানেল চেয়ারম্যান থেকে বাদ দেওয়া হলো—এই মর্মে ব্যাখ্যা চেয়ে তিন সপ্তাহের মধ্যে জবাব দিতে একটি রুল জারি করেছে আদালত।”
তিনি আরও বলেন, “কিন্তু একটি ইউটিউব চ্যানেলে ভুল তথ্য প্রচার করে বলা হয়েছে যে, হাইকোর্টের নির্দেশে আকিল উদ্দিন শিকদারকে চেয়ারম্যান বানানো হয়েছে। এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।”
প্রসঙ্গত, বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল–১ চেয়ারম্যান হিসেবে আকিল উদ্দিন সিকদারকে ২৭ জানুয়ারি ২০২২ সালে মনোনীত করা হয়। কিন্তু ২০২৫ সালের ৫ আগস্ট তারিখে তৎকালীন চেয়ারম্যান শওকত পালিয়ে যাওয়ার পর নতুন প্যানেল গঠনের প্রয়োজন দেখা দেয়। পরবর্তীতে, ২০২৫ সালের ১৯ মার্চ তারিখে ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদেক চৌধুরীর নেতৃত্বে নতুনভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে মোঃ আব্দুর রশিদ আহমেদ পুনরায় দায়িত্বপ্রাপ্ত হন।
এর পরিপ্রেক্ষিতে আকিল উদ্দিন সিকদার ২০২৫ সালের ২৩ মার্চ তারিখে হাইকোর্টে একটি রিট পিটিশন (নং ৬৯৯৭/২৫) দাখিল করেন। আদালত তখন কারণ দর্শানোর জন্য রুল জারি করলেও, আকিল উদ্দিনের দায়ের করা রিটে স্থগিতাদেশ দিয়ে পুনরায় আব্দুর রশিদকে দায়িত্বে বহাল রাখার নির্দেশ দেয়।
মোঃ আব্দুর রশিদ আহমেদ আরও জানান, “আমি সম্পূর্ণ বৈধভাবে ও ইউপি সদস্যদের সমর্থনে দায়িত্বে রয়েছি। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।”