ফতুল্লা নবীনগর নবীন সংঘের উদ্যোগে ৪র্থ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর মঙ্লবার সন্ধায় নবীনগর কবরস্থান মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক জহির মোল্লার সভাপতিত্বে ও ফতুল্লা থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। বিশেষ অতিথি ছিলেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. মাহমুদুর রহমান আলমগীর। জেলা মহিলা দলের সহ সভাপতি রোজিনা আক্তার, এনায়েতনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিমউদদীন জসু, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহম্মেদ রাজু সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় নবীনগর এনবেজার ক্লাবকে হারিয়ে মশিউর রহমান রনি রাইজিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।