নিজস্ব সংবাদদাতা : ‘সমবায়ে গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ৫৩ তম সমবায় দিবস। শনিবার ২ নভেম্বর সকাল ১০টায় ডিসি কার্যালয়ের সামনে দিবসটির আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
এ সময় আগত সমবায়ীদের সমন্বয়ে র্যালী ও পরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমবায় কর্মকর্তা মোঃ ইমরান হাবিবের সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল হাবিবের সভাপতিত্বে ও উপ সহকারী নিবন্ধক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবীব, উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক, মুন্সীগঞ্জের বিআরডিবির ডিডি মোহাম্মদ ফেরদৌসুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক কল্যাণ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি প্রবীন সাংবাদিক রণজিৎ মোদক, মোঃ মনির হোসেন, আনোয়ার হোসেন সজীব ও সাজেদা খাতুন মিতাসহ জেলার বিভিন্ন স্তরের সমবায়ীবৃন্দ।