ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লালপুর পৌষা পুকুর পাড় কেন্দ্রীয় জামে মসজিদের এক যুগ ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন শেষে স্বেচ্ছায় পদত্যাগ করেন মুফতি ইয়াসিন আকরাম চৌধুরী।
এ উপলক্ষে গত ৩১শে অক্টোবর বৃহস্পতিবার বাদ এশা বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
বিদায়ী অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের মেম্বার কাজী মঈনুদ্দিন। আরও উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি মোসলেহউদ্দিন মুসা।
বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি আল আমিন শেখ, মুসলিম, মাওলানার রেজাউল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও পরিচালনা করেন ইয়াহিয়া হাসান, ইমাম ও খতিব ৫ তলা কলোনী জামে মসজিদ নারায়ণগঞ্জ।