ষ্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় বাকি টাকা ফেরত চাওয়ায় সন্ত্রাসী কাজল বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী মোঃ বশির সিকদার (৪২), পিতা- হাজী মোঃ বাদল শিকদার, মাতা- হালিমা বেগম, সাং- পিলকুনী,, থানা- ফতুল্লা, বাদী হইয়া একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করেন বিবাদী মেহেদী হাসান কাজল (৩৬), পিতা- জিয়াউল হক, সাং- দাপা ইদ্রাকপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ আরো অজ্ঞাতনামা ৬/৭ জন বিবাদীদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, উক্ত বিবাদী একজন সন্ত্রাসী ও খুবই খারাপ প্রকৃতির লোকজন হয়। আমি দীর্ঘদিন যাবৎ ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর রেলস্টেশন মজিদ মেম্বার মার্কেটে “মসলার দোকান” দিয়া ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। উক্ত বিবাদী প্রায় সময়ই আমার দোকান হইতে বাকিতে পন্য ক্রয় করিত। সেই সুবাদে বিবাদীর নিকট হইতে আমি সর্বমোট- ৩,৩১০/- (তিন হাজার তিনশত দশ) টাকা পাওনা হই। বিবাদীর নিকট হইতে টাকা চাহিলে সে আমাকে দেই-দিচ্ছি বলিয়া বিভিন্ন তারিখ ও সময় প্রদান করিয়া আমার সহিত তালবাহানা করিয়া আসিতেছে। সর্বশেষ গত ০৮/০৫/২০২৫ ইং তারিখ রাত্র অনুমান ১০.৩০ ঘটিকার সময় আমার বর্ণিত ঠিকানা সংলগ্ন রেজাউলের সাইকেলের গ্যারেজের সামনে উক্ত বিবাদী আমাকে দেখিতে পাইয়া আমার পথরোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি বিবাদীকে গালিগালাজ করিতে নিষেধ করার কারণে সে আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করিতে উদ্ব্যত হয় এবং তাহার সাথে থাকা ধারালো ছুরি-চাকু বাহির করিয়া আমার সম্মুখে ঠেকাইয়া এই মর্মে হুমকি প্রদান করে যে, আমি যদি তাহার নিকট হইতে পাওনা টাকা নিয়া বেশি বাড়াবাড়ি করি, তাহা হইলে বিবাদী আমাকে এলাকার সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর লোকজন দ্বারা যেকোন সময় কোপাইয়া জানে মারিয়া লাশ গুম করিয়া ফেলিবে মর্মে প্রাণ নাশের হুমকি প্রদান করে। উক্ত বিবাদী একজন কুখ্যাত ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিধায় বিবাদীর কার্যকলাপে আমি ব্যাপকভাবে নিরাপত্তাহীনতায় ভূগতেছি।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ।