ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন নারায়নগঞ্জের বক্তাবলীর কৃতি সন্তান এফ,এম তুষার আহম্মেদ।
বুধবার (১১ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুর মল্লিক জীবন ও সাধারণ সম্পাদক মামুন খান স্বাক্ষরিত পত্রে তুষার আহম্মেদ কে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করে পরিপত্র জারি করেন।
তাতে উল্লেখ করা হয়, আপনার সংগঠনের কর্মকান্ডে খুশি হয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেবের সাথে সংগঠনের আলোচনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির ‘সহ সভাপতি” হিসাবে মনোনীত করা হয়েছে।
আশা করি জাতীয়তাবাদ এর চেতনায় উজ্জীবিত হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট বাকশালী সরকারের দুঃশাসনের বিরূদ্ধে চলমান দেশ ও গণতন্ত্র রক্ষায় আন্দোলন আপনি সক্রিয় ভূমিকা পালন করবেন এবং আপনি কোন রাষ্ট্রবিরোধী অনিয়ম ও দূর্নীতিতে জড়িত থাকলে তার দায়ভার দল কখনো বহন করবে না।