ষ্টাফ রিপোর্টার:এনসিসি ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার হিসেবেই সর্বজন পরিচিত ছিলেন। কখনও বিএনপির রাজনীতি করেছেন তাও বলতে পারেনা স্থানীয়রা। কিন্তু গত সপ্তাহে সাবেক ছাত্রদলের সভাপতি কারাবন্ধি জাকির খানের মুক্তিলাভের পর তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা বনে যাওয়ার অপচেষ্টা করছেন এমনটাই অভিমত স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, সাবেক সাংসদ সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার হিসেবেই কাজ করতেন এনায়েত হোসেন। বিগত সময়ে সাংসদ নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে থেকে দিনের ভোট রাতের দেয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুকে সেলিম ওসমানের প্লেকার্ড ঝুলিয়ে বন্দরের কয়েকটি কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার কারিগড় হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিলো সে সময়ে। সেলিম ওসমানের পক্ষে লাঙ্গলের জন্য ভোট চেয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছিলেন তিনি যা বিগত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ছিলো। এবং নির্বাচনের আগের দিন এনায়েতের বাড়ির সামনে দুটি গরু জবাই করে তা দিয়ে ভুড়িভোজের আয়োজন করেছিলেন তিনি। সেলিম ওসমানের আর্শীবাদে সে সময়ে তিনি সোহাগপুর টেক্সটাইল,চায়না ব্যাটারী কোম্পানী ও গ্যাস কোম্পানীসহ একাধিক প্রতিষ্ঠান ছিলো তার জিম্মায়। বর্তমানে ভোলপাল্টে জাকির খানকে ফুলের শুভেচ্ছা দিয়ে নিজেকে বিএনপি নেতা পরিচয়ে পুর্বের ন্যায় বর্তমানে আধিপাত্য বিস্তারের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি। পুর্বে সেলিম ওসমানের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে নিজেকে তার লোক এবং বর্তমানে জাকির খানের সাথে ছবি তুলে তা দিয়ে পুর্বের ন্যায় বর্তমানেও নিজেকে জাকির খানের একনিষ্টকর্মী হিসেবে জাহির করে বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়েছেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবী, সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের বহুরুপী আচরনকে নিজের স্বার্থ হাসিল করা ছাড়া অন্য কিছু না। স্বার্থের জন্য একেক সময় একেক জনের সাথে সর্ম্পক গড়ে তুলে টাকা কামানোটাকে পেশা হিসেবে গড়ে তুলেছেন এনায়েত হোসেন। সুবিধাবাদী এনায়েত হোসেনের এরুপ কর্মকান্ডে অতিষ্ঠ সাধারন মানুষ।
সেলিম ওসমানের আস্থাভাজন ধুর্ত এনায়েত হোসেন কিভাবে বিএনপির পরিচয় দেন এবং জাকির খানের মত জনপ্রিয় নেতার সম্মান ক্ষুন্ন করতে এনায়েত হোসেন তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তার নাম বিক্রি করে অনৈতিকভাবে টাকা কামানো পথ হিসেবে নিয়েছেন এমনটাই দাবী ২৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের দাবী।
স্থানীয়রা আরো জানান,সেলিম ওসমানের অন্যতম দোসর এনায়েত বিগত স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বিভিন্নভাবে কোটি কোটি মালিক বনে গেছেন। সেই সময়ে অবৈধভাবে উপার্জিত টাকার বস্তা নিয়ে পুনরায় টাকার কামানোর লোভে জনপ্রিয় ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের সাখে যুক্ত হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্যই নাকি সেখানে গিয়েছেন। এবং জাকির খানকে ফুলেল শুভেচ্ছা জানানো নাকি নিছক একটি ফটো সেশন। যা ব্যবহার করে সেলিম ওসমানের দোসর সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন আবারও অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।
অনতিবিলম্বে এনায়েত হোসেনের এরুপ কর্মকান্ড এবং সে যেন বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য জেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছেন ২৫ নং ওয়ার্ডের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা।