বন্দর প্রতিনিধি // নাসিক ২৩ নং ওর্য়াডস্থ জামাল সোপ কোম্পানির তুলার কারখানার ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টাকার দিকে অগ্নিকান্ডের সূত্র। প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। বন্দর ২ টি ও হাজীগঞ্জ ১ টি ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে। অনু এন্টারপ্রাইজ নামে তুলার কারখানার আগুন নিয়ে স্থানীয় লোকজন নানা মন্তব্য করেন। অহিদ জামালের কারখানার আগুন শুনতে অনেকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, অহিদ জামাল সাহেব মাসে একবারও আসে না। তার ম্যানেজার সকল কিছু দেখে। বৃহস্পতিবার হঠাৎ কেন এত সকালে কোম্পানিতে। আবার নিজে আগুন নিভাবে গিয়ে আহত হয়েছে।
মূলত অগ্নিকান্ডের ঘটনা, নাকি ফয়দা নেয়ার নাটকীয় আগুন। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতির পরিমান নিয়ে রয়েছে নান প্রশ্ন। আবার অনেকে বলেন, অহিদ জামাল সাহেব এত সকালে অফিসে কেন। তিনিতো অফিসে আসে, তুলার কারখানায় ভিতরে কেন। আবার আগুন নিভাতে গিয়ে তিনি আহত হন। আহতের ঘটনা, তার আসা ও আগুনের ঘটনাটি রহস্যময়। সঠিক তদন্ত হলেই বেরিয়ে আসবে মূল ঘটনা।
নারায়ণগঞ্জ বন্দরে জামাল সোপ কোম্পানীর অহিদ জামাল অনু এন্টারপ্রাইজ নামক একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনসহ মালামাল পুড়ে গিয়ে কমপক্ষে ৭ লাখ টাকা ক্ষতিসাধন হওয়ার খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।