ষ্টাফ রিপোর্টার:
বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপুর রেলওয়ের লিজকৃত পুকুর দখলের চেষ্টা ও যুবদল নেতা রছিকে মারধর করার অভিযোগ উঠেছে থানা বিএনপির সভাপতি শাহেন শাহ’র বিরুদ্ধে।
সোমবার রাত ১০ টার দিকে উপজেলার এনায়েতনগর নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে।
জানা গেছে, বন্দর উপজেলার হাজীপুর এলাকায় এনায়েতনগর মৌজায় রেলওয়ের পশ্চিম দিকে ৩.৪৪ একর বা ৩৪৪ শতাংশ জায়গায় জলাশায় পুকুরের জন্য লিজ নেয় পানাউল্ল্যাহ। তবে গত ৩ মাস ধরে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য রেলওয়ের পুকুর ১ লাখ ৪০ হাজার টাকায় চুক্তিনামা দলিল করে নেন বন্দর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উল্ল্যাহ টিপু।
আহত যুবদল নেতা রছি জানান, পুকুর দখল নেওয়ার জন্য গতকাল রাতে শাহেন শাহ লোকজন নিয়ে মারধর করেছে। তিনি অনেকদিন ধরেই পুকুরটি দখল নেওয়ার চেষ্ঠা করে আসছে।
নাছির উল্ল্যাহ টিপু জানান, বিএনপি কোন দখলের রাজনীতি করে না, আমি বৈধভাবে পানাউল্ল্যাহ কাছ থেকে ৩ বছরের জন্য চুক্তিনামা দলিল করে বৈধভাবে ব্যবসা করে আসছি। পুকুরটি দখল করতে অনেকদিন যাবৎ চেষ্ঠা করছে শাহেন শাহ। গতকাল রাতে আমার ছোট ভাই রছিকে একা পেয়ে দলবল নিয়ে শাহেন শাহ নিজেই মারধর করেছে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়েছে। আমি এখনো থানায় অভিযোগ করিনি। মহানগর বিএনপির সদস্য সচিব আল ইউসুফ খান টিপুকে জানিয়েছে সে বিষয়টি দেখবে বলে জানান।
রেলওয়ের লিজকৃত পুকুর দখল নিতে যুবদলের নেতাকে মারধর করার বিষয়ে অস্বীকার করে বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ জানান, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমি কেন রেলওয়ের পুকুর দখল করবো, এগুলো সব মিথ্যা কথা।