নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যে ও দখলবাজদের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কায়েতপাড়া এলাকার মাঝিনা নদীর পাড় প্রাইমারী স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজিত সমাবেশে কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুলাহ আল বাকি আবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রুপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন।
কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি নুর হাসান বাবুল,নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সিঃ যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক লিটন সরকার, রুপগঞ্জ উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন,কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের,সাধারণ সম্পাদক মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম পাপ্পু, সিনিয়র যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক কামরুল হাসান,সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর নয়ন,জেলা ছাত্রদলের সহ- দফতর সম্পাদক রাইজুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী সন্ত্রাসীরা এ কায়েতপাড়ায় নিরীহ মানুষের ওপর অনেক নির্যাতন ও অত্যাচার করেছে। সাধারণ মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে। তারেক রহমানের নির্দেশে দীপু ভুঁইয়ার নেতৃত্বে এদের নির্মূল করতে হবে।