ষ্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে নারায়নগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগদান করেছে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে শহরের মিশনপাড়া হোসিয়ারী সমিতি সংলগ্ন স্থানে বিক্ষোভ মিছিল পূর্বে এক প্রতিবাদ সভা মহানগর বিএনপি আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ জুলহাস হোসেন,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক শাহীন সরকার,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, যুবদল নেতা মোঃ মোফাজ্জল হোসেন, আব্দুল হাই,বিএনপি নেতা শাহজাহান সরকার,নুর জামাল প্রমুখ।