ষ্টাফ রিপোর্টার:
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইপিজেডের ভেতরে কয়েকটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। রোববার ভোরে আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম জানান, মামলায় ইপিজেডে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় আটক ৪৫ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এ মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
শনিবার বিকালে কারখানা বন্ধ রেখে মার্চ ফর গাজা মিছিলে যোগ না দেওয়ায় কয়েকশ লোক আদমজী ইপিজেড এলাকায় প্রবেশ করে পোশাক কারখানাগুলোতে হামলার ও ভাঙচুর চালায় বলে জানিয়েছে পুলিশ। এ মামলায় গ্রেফতার আসামিদের বয়স ১২ থেকে ৪০ বছরের মধ্যে। বেশ কয়েকজন শিশুও রয়েছেন গ্রেফতারের তালিকায়।
মামলার এজাহারে বলা হয়, হামলাকারীরা ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড, ইউনিক বিডি লিমিটেড, সিম্মা ইউনিট-২ এবং অনন্ত হুয়াজিং লিমিটেডে ভাঙচুর চালান। অনন্ত হুয়াজিং লিমিটেড কারখানাটির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তা রক্ষীকে মারধরও করেন। কারখানা বন্ধ না করলে কারখানা জ্বালিয়ে দেওয়ারও হুমকি দিয়ে কয়েকটি গাড়িও ভাঙচুর করে। খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত করে।