সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৭নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কমিটির নেতৃবৃন্দ। গত রবিবার নাসিক ৭নং ওয়ার্ড জাসাসের কমিটির নেতৃবৃন্দ রাকিবুর রহমান সাগরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৭নং ওয়ার্ড জাসাসের সভাপতি মো: জহিরুল ইসলাম ও সাধারণত সম্পাদক আল ইসলাম সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কদমতলী এলাকার বিএনপি নেতা ও ৭নং ওয়ার্ড জাসাসের সদস্য শামীম আহমেদ ঢালীর বাড়ীর ছাদে আনুষ্ঠানিক ভাবে ৭নং ওয়ার্ড জাসাসের এ কমিটির ঘোষণা করা হয়।