সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাবাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন ছেলে-মেয়েদের বিরুদ্ধে।
আজ রবিবার (২৭ এপ্রিল) দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তায় ফেলে আষাঢ়িয়াচর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেলে জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।
গুরুতর আহত বৃদ্ধ আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলেও তারা মারধর চালিয়ে যেতে থাকে।
এলাকাবাসী ক্ষিপ্ত হলে হামলাকারীরা পালিয়ে যায়।
এমন ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
এমন ঘটনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান, “জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।