ষ্টাফ রিপোর্টার:
এনায়েতনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে এক মিছিলসহ সভাস্থলে যোগদান করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সহসভাপতি মো.জিলানী ফকির। শনিবার ২রা নভেম্বর বিকেলে মাসদাইর পাকাপুল এলাকাতে ধর্মগঞ্জ চটলার মাঠে সমাবেশে যোগদান করেন তিনি।
এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এস এম মাহমুদুল আলমগীরের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিন আহমেদ।
মিছিল পুর্বক এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের উদ্দ্যোশে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সহসভাপতি মো.জিলানী ফকির বলেন,দীর্ঘ ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের পর স্বাধীন বাংলার মানুষ অনেকটা স্বস্তিতে বসবাস করছেন এবং স্বাধীনভাবে চলাচল করছেন। অথচ বিগত দীর্ঘ এ সময়ে আমরা বিএনপির নেতাকর্মীরা যেমন মিথ্যা মামলায় জর্জরিত হয়ে পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছিলো ঠিক তেমনী সাধারন মানুষগুলোর জীবন-যাপন ছিলো দূর্বিষহ। আমরা আর সেই দিন দেখতে চাইনা। আমরা চাই দেশের সাধারনমানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাক। নেতাকর্মীদেরকে কোন প্রকার অন্যায়ের সাথে যুক্ত না হওয়ার আহবান জানান জিলানী ফকির।