বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে কলাগাছিয়া ইউনিয়নের চর ধলেশ্বরী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উপস্থিত টের পালিয়েছে ডাকাত শিপন ও তেল চোর ডালিম। এসময় একটি জ্বালানি তেলের ট্যাংকার থেকে লুট করা ৫০ হাজার লিটার ফার্নেস তেল উদ্ধার করেছে যৌথ বাহিনীর একাধিক টিম।
শুক্রবার বিকেলে কলাগাছিয়া চরধলেশ্বরী এলাকায় থানা-পুলিশ, নৌ পুলিশ, সেনাবাহিনী ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে।
ডাকাত শিপন ও তেল চোর ডালিমের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় এলাকাবাসীর মাঝে কিছু টা স্তস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘ ৫ বছর পর ডাকাত শিপন ও তেল চোর ডালিমের বিরুদ্ধে এই প্রথম যৌথ বাহিনীর অভিযান চালায়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা সহ নানা অভিযোগ রয়েছে। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ, হত্যা মামলার আসামি শিপন প্রধান। তার নেতৃত্বে তেল চোর ডালিম এলাকায় সন্ত্রাসী কায়েম করে। সরকার পতনের পর মোটা অংকের টাকার জন্য অপহরণ, এক যবককে কুপিয়ে হত্যার চেষ্টা, ৮০ লক্ষ টাকার তেল ডাকাতি সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছিল। অবশেষে ডাকাত শিপন ও তেল চোর ডালিমের বিরুদ্ধে অভিযান চালাল যৌথ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রায় চার লাখ লিটার জ্বালানি তেল বহনকারী একটি বড় তেলের ট্যাংকার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পদ্মা অয়েল ডিপো থেকে গাজীপুরের আরপিসিএল পাওয়ার প্ল্যান্টে যাচ্ছিল। এ সময় ডাকাত শিপন ও তেল চোর ডালিম সহ একদল ডাকাত দুটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে ট্যাংকারটি থামিয়ে প্রায় ৫০ হাজার লিটার জ্বালানি তেল লুট করে। ডাকাত চক্র তেল লুটের পর ট্যাংকারের চারজন ক্রুকে জিম্মি করে তেল লুটের পরে তাঁদের নিরাপদ স্থানে ছেড়ে দেয়। এরপর ডাকাত শিপন ও ডালিমের বাড়িতে তল্লাশি চালিয়ে খালি গ্যালন, দা, ছুরি ও পাসপোর্ট উদ্ধার করলেও অপরাধী চক্রের কাউকে আটক করা যায় নাই।
সালেহ আহমদ পাঠান বলেন, যৌথ বাহিনীর অভিযানে জ্বালানি তেল লুটের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ মোট তিনটি নৌকা জব্দ করা হয়েছে। অপরাধীদের আটক করতে চেষ্টা চলছে।