ষ্টাফ রিপোর্টার:
গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলীয় কাউন্সিলে ভোটের মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাজমুল হাসান। দলের কাউন্সিলের প্রায় তিন মাস পর গত ৮ ডিসেম্বর সংগঠটির ১১৫ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার জিসান আহমেদ বিপু।
জিসান আহমেদ বিপু এর আগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাবেক ঢাকা মহানগর উত্তর শাখার সাংস্কৃতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া জিসান আহমেদ বিপু জানান,আমার দীর্ঘ সময়ে রাজনীতির একটি উপহার পেলাম। এ জন্য আমি কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি বলেন,আসলে কোন দল বা সংগঠনে পদ-পদবীটা মুল বিষয় নয়। মুল চালিকা শক্তি হচ্ছে অদম্য শক্তি ও মনোবল। আমার দল আমাকে সহ-সভাপতির দ্বায়িত্ব প্রদান করে সম্মান আমাকে দিয়েছেন সেই সম্মান ধওে রাখতে আপ্রান চেষ্টা করবো। পাশাপাশি দলকে সুসংগঠিত করতে সকল নেতৃবৃন্দকে নিয়ে আগামীর বাংলাদেশে “বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ”কে এমনভাবে প্রতিষ্ঠিত করতে চাই যা কোটি কোটি বাঙ্গালীর হৃদয়ের স্পন্দন হিসেবেই তাদের অন্তর জুড়ে নিজেদেরকে স্থাপন করতে পারি। তিনি দলের সকল নেতৃবৃন্দর সার্বিক সহযোগিতা কামনা করেন।