রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৬২জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১২ডিসেম্বর) দুপুরে জামালপুর জেলা পুলিশের আয়োজনে বকশীগঞ্জ থানা চত্বরে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর নির্দেশনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (ক্রাইম এন্ড অপস)।
এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।