স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন যাবৎ অসুস্থ ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলামকে দেখতে ফতুল্লার গাবতলীতে তার বাসায় গেলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলামের বাসায় যান তিনি। এ সময় তিনি অসুস্থ নেতার শারীরিক অবস্থাসহ সার্বিক খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমান, ফতুল্লা থানা বিএনপি’র সহ সাধারন সম্পাদক জামিল হোসেন খাঁন, বিএনপি নেতা মাহমুদ হাসান চয়ন,মোঃ সজিব,মোঃ নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জসিম,আব্দুল কাদির সহ স্থানীয় বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নারায়ণগঞ্জ মহানগর, ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা নেতৃবৃন্দ।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, ফতুল্লা থানা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম বিএনপি’র একনিষ্ঠ কর্মী দলের দুর্দিনে দায়িত্ব পালন করেছেন।
দলের জন্য তিনি তার সর্বোচ্চ দিয়েছেন। তার মতো ত্যাগী নেতা বর্তমানে দলের জন্য খুব প্রয়োজন। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। সে বাসায় আসার সংবাদ পেয়ে আমি দ্রুত তাকে দেখতে বাসায় চলে যাই এবং তার শারিরীক অবস্থার খোজঁ খবর নেই । তিনি অত্যান্ত একজন ভালো মানুষ ও রাজনীতিবীদ তার মতো রাজনীতিবীদ বিএনপি’র জন্য প্রয়োজন।
সাদরিল আরো বলেন, বিএনপি গনমানুষের দল, বিএনপি সব সময় মানুষের পাশে দাড়িয়েছে।
সে হোক দলের নেতাকর্মী অথবা সাধারন মানুষ। আমরা সব সময় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি আমি নিজ থেকে দলের নেতাকর্মীসহ সাধারন মানুষের পাশে সব সময় রয়েছি এবং থাকবো।