রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)এর বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২২ ডিসেম্বর ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনের কক্ষে উপজেলার আইসিটি অফিসার খাইরুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, খয়ের উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী , বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল সংবর্ধনা প্রদানসহ ক্রেস্ট প্রদান এবং অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।নবাগত ইউএনওকে সবার সাথে পরিচয় করিয়ে দেন বিদায়ী (ইউএনও) অহনা জিন্নাত । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে নতুন কর্মস্থলে সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারেন। এদিকে নবাগত ইউএনও মাসুদ রানা এ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। একই দিনে বীর মুক্তিযোদ্ধারা বিদায়ী ইউএনও ও নবাগত ইউএনও কে ফুল ক্রেস্ট প্রদান করেন।