আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড় দিনের অনুষ্ঠান পরিদর্শনে যান ইসলামী আন্দোলনা বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ নেতৃবৃন্দ।
আজ ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় সাধু পৌলের গির্জায় পিন্টু পলিকাপ পিউরিফিকেশন-এর সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ।
এসময় ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সু-সম্পর্ক উন্নয়নে উভয়ের মাঝে আলোচনা হয়। মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা সকলে মিলে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। যেখানে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। মানুষ হিসেবে মানুষের অধিকার পাবে। কোন সাম্প্রদায়িক দাঙ্গা আমরা চাই না।