মাইনুল ইসলাম রাজু আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে বুধবার সকাল ১১টায় যুবদল, পৌর বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলার সর্বস্তরের মানুষ এ মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন কর্মসূচীতে হাজার হাজার মানুষ অংশগ্রহন করে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা যুবদল ও পৌর বিএনপির আহবায়ক কবির ফকির, আমতলীর সিনিয়র সাংবাদিক সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও আমতলী প্রেসক্লাবের সহ-সভাপতি জসিম উদ্দিন হাওলাদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের প্রতিনিধি খায়রুল বাড়িয়া নাবিল, ইনজামামুল হক আবিদ, মৈতি, নির্জনা ও তনি প্রমুখ।
বক্তারা আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামাম্দ আশরাফুল আলমের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য জনপ্রশাসন সচিবের নিকট দাবী জানিয়ে তাকে আমতলীতে রাখার দাবী জানান। সম্প্রতি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমকে বদলী করে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে