ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সমন্বয়ে সদ্য ঘোষিত নারায়ণগঞ্জ মহানহগর কমিটি সদস্য সচিব অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন দেলুকে নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুতই আলোচনা সাপেক্ষে তরুন দলের নারায়ণগঞ্জ মহানগর কমিটির বিলুপ্তি ঘোষণা করে গত ২২ ডিসেম্বর। উক্ত কমিটি ঘোষিত হয়েছিল গত ১৪ ডিসেম্বর। জেনারেল সেক্রেটারী মোঃ আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দের পরামর্শক্রমে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।
জানা যায়, র্যাবের ক্রসফায়ারে নিহত মাস্টার দেলুর অন্যতম সহযোগি অস্ত্রধারী সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে মাদক, ডাকাতি, অস্ত্র, মারামারি ও হত্যা মামলা রয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় নারায়ণগঞ্জের চিহ্নিত হাজী সাহেব হিসেবে পরিচিত কিশোর গ্যাংয়ের গডফাদার হুন্ডাবাহিনীর জনক আজমিরি ওসমানের ছত্রছায়ায় থেকে ছোট দেলু হিসেবে পরিচিত লাভ করে। অনেকে নাডা দেলু বলেও ডাকে। স্বৈরশাসকের পতনের আগের দিন প্রকাশ্যে ওসমান বাহিনীর সাথে থেকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে এই অস্ত্র ব্যবসায়ী দেলু। বর্তমানে ভোল পাল্টিয়ে বিএনপির কয়েকজন রাজনৈতিক ক্যাডারের সাথে যোগাযোগ করে মোটা অংকের টাকার লেনদেন করে তরুন দলে ঢুকে পড়ে। আগে প্রকাশ্যে না আসলেও এখন প্রকাশ্যেই মানুষকে হুমকী ধামকী ও চাঁদাবাজি শুরু করে দিয়েছে। হোন্ডার মহরা দিয়ে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে সামাজিক ভাবে মানুষকে ভীত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের খাতায় একজন ফেরারী আসামী এই দেলু। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড গোদনাইল নতুন আইলপাড়া এলাকার মদদি ড্রাইভার শাহজাহানের কুলাঙ্গার পুত্র দেলু দীর্ঘদিন যাবৎ এলাকায় উৎপাত শুরু করে দিয়েছে। যে কোন সময় অঘটন ঘটাতে পারে বলে এলাকাবাসী শংকা প্রকাশ করছে। এদিকে কমিটি বিলুপ্তের বিষয়ে বেশ কয়েকজন নেতা জানান সন্ত্রাসী দেলুকে কিভাবে কমিটির সদস্য সচিব করা হলো তা আমাদের বোধগম্য নয়। তবে বিএনপির মধ্যে অনেক ছেচরা রয়েছে যাদের কারণে দলের বদনাম হচ্ছে। অন্যদিকে দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় এবং অনলাইনে দেলুর অপকর্মের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশের পর পরই পুলিশ প্রশাসনও নড়েচরে বসেছে।
পুলিশ বলছে দেলুকে আমরা খুজছি আশাকরি দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে।