রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সাংবাদিক শাহিন আলামিনেের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল হায়দার, সরকার আব্দুর রাজ্জাক,রাশেদুল ইসলাম রনি, আল মুজাহিদ বাবু, মনিরুজ্জামান লিমন,সালাম মাহমুদ, রকিবুল ইসলাম বিদ্রোহী, মুরাদ সরকার,লাভলু মন্ডল প্রমুখ। এ সময় উপজেলার সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজেলার মান সম্মত শিক্ষার উন্নয়ন, শহরের যানযট নিরসন, ধানুয়া কামালপুর স্হল বন্দরের ইমিগ্রেশন চালু করা, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন করা, ধানুয়া কামালপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।