নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিজস্ব অর্থায়নে পাঁচ শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি মেম্বার আবুল হোসেন তুষার ।
শুক্রবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিপুর এলাকায় তার নিজস্ব বাড়ীর আঙ্গিনায় ওই কম্বল বিতরণ করেন আবুল হোসেন তুষার মেম্বার ।
তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। পর্যায়ক্রমে অত্র ওয়ার্ডের সবকটি এলাকায় কম্বল বিতরণ করবেন। এই সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি নুরুজ্জামান প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।