লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে দুস্থ্য ও অতিদরিদ্রদের মাঝে নলকুপ বিতরন করা হয়েছে। এডিপি প্রকল্পের আওতায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নে ১৬জন ও পলবান্ধা ইউনিয়নের ১৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে নলকুপ বিতরণ করা হয়। সোমবার দুপুরে মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন,গোয়ালের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রহিম বাদশা,পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।