রাশেদুল ইসলাম রনি:
জামালপুর বকশিগঞ্জে অভ্যন্তরীন বোরো ধান – চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার খাদ্য গুদামে প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) আফিয়া সুলতানা , চালকল মালিক সমিতির সভাপতি আবুল কালাম , সাবেক কাউন্সিলর জহুরুল হক সহ অনেকে।
জানা যায়, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১হাজার ৮শত ৩ মেট্রিকটন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে চাল ৮ শত ৫০মেট্রিকটন ও ধান ৯ শত ৫৩মেট্রিকটন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতি কেজি বোরো চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা আর ধান কেনা হবে ৩৬ টাকা কেজি দরে। আগামী ২৪ এপ্রিল থেকে সারাদেশে বোরো মৌসুমে ধান ও চাল কেনা শুরু করবে সরকার। এ সংগ্রহ অভিয়ান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।