ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার তারাবো বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও সরকারি জমি দখল কারী, সাবেক এমপি গাজীর সহযোগী শামীম ও বাদল সহ তার সহযোগীদের গ্রেফতার করার এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন তারাবো পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের নেতাকর্মীরা
সোমবার (৫ মে) দুপুর ১২ টায় তারাবো বাজারস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী জানান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শহীদুল্লাহ মুন্সি বলেন,আমরা সরকারি ভাবে বাজারের ইজারা নিয়ে আসলেও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার পিএস এমদাদের সহযোগী আওয়ামী লীগের ডেবিল মৃত মানিক মেম্বারের পুত্র শামীম, মোস্তাফিজুর রহমান বাবুল,কয়েকদিন আগে মৃত্যু বরন করা মোফাজ্জল হোসেন মোহেল মেম্বার জোর পূর্বক ব্রীজ সংলগ্ন সরকারী জমি দখল করে বিভিন্ন দোকান ভাড়া দেয়। দোকান প্রতি ৭ হাজার টাকা করে ভাড়া আদায় করে মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। আমরা প্রতিবাদ করলে নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে।
গত ১৭ বছর আওয়ামী লীগের এমপি গাজীর প্রভাব বিস্তার করে নিরীহ মানুষের জমি জমা দখল,ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর, লুটপাট,চাঁদাবাজিসহ নানান অপকর্ম করে জনগনকে অতিষ্ঠ করে তুলেছিল।
গত ৫ আগষ্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু ছাত্রকে ম্যানেজ করে আওয়ামী লীগের অফিস টি একটি গ্রন্থগারের সাইনবোর্ড লাগিয়ে এখনো দখল করে রেখেছে।
অবিলম্বে আওয়ামী লীগের দোসর ও ডেবিল শামীম,মোস্তাফিজুর রহমান বাবুল,ইয়ার হোসেন,আনোয়ার হোসেন সহ তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি। নইলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তারাবো পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, রূপগঞ্জ থানা তরুন দলের সেক্রেটারী মোহাম্মদ জাকির হোসেন, তারাবো পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কুতুবউদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রাসেল ভূঁইয়া, তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, তারাবো পৌর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাজিব সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।