রাশেদুল ইসলাম রনি
জামালপুরের বকশীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মোহাম্মদ রাকিব মিয়া (১৮ ) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
মঙ্গলবার (২০মে) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর টানা ব্রীজ এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক মোহাম্মদ রাকিব মিয়া উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নামাপাড়া গ্রামের শাহ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি চালক ও তার সহযোগীকে নিয়ে নিলাক্ষিয়া ইউনিয়নের দাড়িপুরা থেকে ঝগড়ার চর যাওয়ার পথে কুশলনগর টানা ব্রীজ এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়লে চালকের সহযোগি মোহাম্মদ রাকিব মিয়ার ঘটনার স্থলে মৃত্যু হয়।
বকশীগঞ্জ হাইওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাবুল হোসেন জানান ইঞ্জিন চালিত ভটভটি উল্টে মোহাম্মদ রাকিব মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।