প্রেস বিজ্ঞপ্তি
গত কয়েকদিন যাবত ঢাকা ও নারায়ণগঞ্জ এর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে গম জসিমের ৫শ কোটি টাকার দুর্নীতি! “নিতাইগঞ্জে তোলপাড় “শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমার দৃষ্টিগোচর হয়েছে।
মেসার্স জসিম ট্রেডাস ও জিয়া ট্রেডার্স দুর্নীতির মাধ্যমে গম ক্রয় দেখিয়ে অধিক মূল্যে বাজারে বিক্রি করার অভিযোগ আনা হয়েছে যা সত্য নয়।
সরকারের খাদ্য গুদাম হতে কোন ট্রেডার্স এর নামে গম বরাদ্ধ দেওয়া হয় না। গম বরাদ্ধ দেয়া হয় মিলের নামে। মিল গুলো গম কিনে সরকারকে আটা তৈরি করে দেয়।সেই আটা সরকার ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করে পরে টাকা পরিশোধ করে থাকে।
প্রকাশিত সংবাদে ২শ মেট্রিক টন চাল গায়েব হওয়ার কথা বলা হয়েছে অথচ আমি চাউলের ব্যবসা করি না।
আমাদের আদি ব্যবসা ছিল লাকড়ি তাও ৫০ বছর আগের। আমি হাজার কোটি টাকার মালিক হয়েছি। কোন কোন খাতে হয়েছি তা উল্লেখ করা হয়নি।
আমার ব্যবসা ও সম্পদ হতে আয়ের উপর নিয়মিত কর পরিশোধ করে আসছি। একটি কুচক্রি মহল আমার ব্যবসার সফলতায় ঈষার্ন্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অসত্য তথ্য প্রদান করে জাতির বিবেক সাংবাদিক ভাইদের দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে। আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছে তাদের ব্যাপার তথ্য নিয়ে সংবাদ প্রকাশের অনুরোধ করছি। আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের গুলো মিথ্যা, অসত্য ও বানোয়াট হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আলহাজ্ব জসিম উদ্দিন মৃর্ধা
স্বত্বাধিকারী
মেসার্স জসিম ট্রেডার্স ও জিয়া ট্রেডার্স
নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ