ষ্টাফ রিপোর্টার:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নারায়নগঞ্জ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ দিদার হোসেনকে যুবলীগ বানিয়ে মামলায় আসামী করার অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রী মহল।
নারায়ণগঞ্জ জেলা জিসাসের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ দিদার হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন,আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দিতে গ্রাম্য পলিটিক্স এর শিকার হয়ে তাকে যুবলীগ বানিয়ে একটি স্বার্থান্বেষী ও সুবিধাবাদী মহল আমাকে মামলায় আসামি করার অপচেষ্টা চালাচ্ছে।
গত (৫ আগষ্ট) আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে বাধ্য হয়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়।
এই সুযোগকে কাজে লাগিয়ে একটা সুবিধাবাদী ও কুচক্রী মহল বিভিন্ন লোকদেরকে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী বানিয়ে মামলায় আসামী করে চলছে। এমন কি আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার পরও আমাকে যুবলীগ বানিয়ে মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছে কুচক্রী ও সুবিধাবাদী মহল।
তারা বিভিন্ন এলাকায় তালিকা করে থানা পুলিশের হাতে প্রদান করছে। এ বিষয়টি দেখার জন্য জেলা, মহানগর, থানা, ইউনিয়ন বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
দিদার হোসেন আরো বলেন, কোন নিরীহ মানুষ যেন সুবিধাবাদী ও কুচক্রী মহলের রোষানলের শিকার হয়ে আসামি না হতে হয় সেদিকে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।