রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সমাজ সেবক শাখাওয়াত হোসাইন মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে রবিবার (২৯) সেপ্টেম্বর সকাল ১১ টায় পৌর এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হল রুমে ২৮ তম চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন চক্ষু সেবা কার্যক্রমের উদ্যোক্তা শাখাওয়াত হোসাইন, বিশেষ অতিথি ছিলেন নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মামুনুর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ড.জমির হোসেন।
চক্ষু চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন জামালপুর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল।
উপজেলার ১৮০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ৭০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এছাড়াও শাখাওয়াত হোসেনের সার্বিক সহযোগিতায় চোখের ছানি পড়া রোগীদের স্বল্প খরচে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।
শাখাওয়াত হোসাইন বলেন,সমাজের অসহায় , দরিদ্র ব্যক্তিরা চোখের সমস্যা নিয়ে বছরের পর বছর পার করলেও অর্থের অভাবে তারা চিকিৎসা করতে পারেন না তাই আমি বিনামূল্যে দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি।