লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে ইসলামপুর নির্বাচিত সকল স্হানীয় সরকারের প্রতিনিধিদের ইউপি সদস্য অপসারণের না করার দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়ন পরিষদের সদস্যরা। রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে চিনাডুলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: ফয়জুর রহমান ফারুক,পাথর্শী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির হাসান লিখন,ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন । বক্তারা বলেন-জনগণের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের অপসারণ করলে সাধারণ জনগণের ব্যাপক ভোগান্তি পোহাতে হবে। জনগনের স্বার্থে অন্তবর্তী সরকার প্রধানকে এই সিদ্ধান্ত থেকে পরিবর্তনের দাবী জানান।
এ সময় উপজেলার ১২ টি ইউনিয়নের সকল ইউপি সদস্য এতে অংশগ্রহণ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।