ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বক্তাবলী ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) ফতুল্লা থানা বিএনপির সিনিয়ন সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক এড আব্দুল বারী ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। তাতে উল্লেখ করেন,এতদ্বারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফতুল্লা থানা শাখার অন্তর্গত বক্তাবলী ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক সুমন আকবর ও সদস্য সচিব মোঃ হাসান আলী নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটির সদস্যদের মাঝে সমন্বয়হীনতা, অভ্যন্তরীন বিশৃঙ্খলা, নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বর্তমান বক্তাবলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হইল। উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হইবে।