প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের অভিযানে ১১০ বোতল ফেন্সিডিলসহ পারভেজ রানা @ রাব্বিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ( ২৮ অক্টোবর ) সোনারগাঁও থানাধীন আষাড়িয়ার চর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত পারভেজ রানা @ রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন পাইকপাড়া শাহসুজা এলাকার মো.আশরাফ আলীর ছেলে।
র্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঝপ্তিতে জানানো হয় যে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী রাব্বি জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। রাব্বি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী পারভেজ রানা @ রাব্বি (৩৩) বিশেষ কৌশলে মোটরসাইকেলটির সীটের নীচে ও তেলে টাংকির ভিতরে করে জব্দকৃত আলামত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয় করার উদ্দেশ্যে তার নিজের দখলে রেখেছিল।