এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (০২ জানুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এ এস এম মফিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে ডা: এ এস এম মফিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট, বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরেন এবং সকল অনিয়ম দূর করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জরুরি বিভাগের ইনচার্জ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেশ ইমাম মাওলানা খাদেমুল ইসলাম, নার্সিং ইনচার্জ বৃৃথি, এমটি ইপিআই মুনতাসির আহমেদ, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রুবেল , শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ আবদুল্লাহ রানা, সিনিয়র সাংবাদিক শওকত জামান, প্রমুখ। এসময় বক্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন এবং জরুরি বিভাগসহ আউটডোর – ইনডোরে স্বাস্থ্যসেবা গ্রহণে জনসাধারণ কোনো প্রকার হয়রানির শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেন।