নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষঃ
গোগনগরের  আওয়ামী সন্ত্রাসী ফয়সাল এখন শীর্ষ সন্ত্রাসী জাকির খানের শেল্টারে
আইএমএফের অনেক শর্ত দেশের স্বার্থবিরোধী, ঋণ পেতে আগ্রহ দেখাচ্ছে না সরকার
যে কারণে হু হু করে বাড়ছে শিশুর কিডনির সমস্যা
২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেস সচিব
আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার প্রতিবাদ সভা
আলীরটেকের তেলখিরার চরে গনি মেম্বার বাহিনীর হামলায় আহত-২
ঈদের দিনে মাসদাইরে জাহিদ বাহিনীর হামলা-ভাংচুর,আহত ১
শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল!
ইসলামপুরে ঈদ মেলার নামে জুয়া ও অশ্লীলতা, ৩ নারীসহ গ্রেপ্তার ৩৮
ইসলামপুরে ঈদ পূর্ণমিলনী এসএনসি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে: তাজুল
বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন, ১৪ দোকান পুড়ে ছাই
লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে হাছান মাহমুদ, থাকেন অন্য দেশে
ঘূর্ণিঝড়ের শঙ্কা , এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা
বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর
ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে এত আলোচনা কেন?
এবার ঈদে মুসলমানদের শুভেচ্ছা বার্তা দেননি ট্রাম্প
আজ যেসব অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে
ঈদের পর রাজনীতি নিয়ে কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির?
যুবদলের সৈকত হাসান ইকবালকে ক্ষমা চাইতে হবে -মুফতি মাসুম বিল্লাহ
ফতুল্লায় নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার অভিযোগ
ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় ইমামকে বরখাস্তের হুমকি
জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির নেতাকে অব্যাহতি
নারায়ণগঞ্জবাসীকে ইসলামী আন্দোলনের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা, আটক ২
ছাত্রদল নেতার টাকা বিতরণের ভিডিও ভাইরাল, বললেন ‘ঈদ সালামি’
সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা
ঈদের মোনাজাতে ‘দ্রুত নির্বাচন’ চাওয়া হলো
Next
Prev
প্রচ্ছদ
ঈদের পর রাজনীতি নিয়ে কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির?

ঈদের পর রাজনীতি নিয়ে কী পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির?

প্রকাশিতঃ

বাংলাদেশে এবারের ঈদুল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। বিএনপি, জামায়াতের মত পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও। তবে এবার মাঠে কোনো ‘সরকারি দল’ নেই।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমুলের অনেক নেতাকর্মীও আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন।

এদিকে, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সময় যতই গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে।

মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে, রমজান মাসজুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য দিতে দেখা গেছে।

অবশ্য, পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেলেও বেশ কয়েক বছর পরে এবারই আবার একে অন্যকে ইফতার আয়োজনে আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এবং তারা নিজেরাও অংশও নিয়েছেন অন্য দলের ইফতারে।

এখন ঈদের পর দেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ বড় আকারে সামনে চলে আসতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে।

দলভেদে কোনো কর্মসূচি আসবে কি না, তা নিয়েও রাজনীতির অঙ্গনে আলোচনা রয়েছে।

বিএনপি, জামায়াত আর এনসিপির বিভিন্ন সারির নেতাদের সাথে বিবিসি কথা বলে জানতে পেরেছে, ঈদের সময়টা কাজে লাগাতে নির্বাচনী প্রচার-প্রচারণার মত করে প্রচেষ্টা চালিয়েছেন বড় দলগুলোর নেতাকর্মীরা।

কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবেই তৎপর থাকতে বলা হয়েছে তৃণমূল কর্মীদের।

নির্বাচনের দিন-তারিখ প্রশ্নে আলোচনা

সাম্প্রতিক কয়েক সপ্তাহের রাজনীতির প্রধান আলোচ্য বিষয় দেশে আগামী নির্বাচনের দিন-তারিখ কবে ঘোষণা হবে।

রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো।

এর মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপি জোর দিয়ে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই অগাস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারে দাবিতে।

অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পরে নির্বাচনকে রেখেছে তারা।

অন্যদিকে, বিএনপির কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে বার বার।

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।”

রাজনৈতিক দলগুলো ‘নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে’ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

কিন্তু, তার এ বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে।

গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ‘ধোঁয়াশা’ ও ‘অস্পষ্টতার’ অভিযোগ তুলে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার দাবি জানিয়ে আসছে দলটি।

এবার এ দাবিতে তারা আরো সক্রিয় হতে চায়। আরো একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চায় সরকারকে।

ঈদের পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাবে, বলছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।

নির্বাচনের রোডম্যাপ নিয়ে ‘অস্পষ্টতা’কে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে। নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনে কারণ কী, সেটি বুঝতে চায় তারা।

অন্যদিকে, জুলাই-আগস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করছে।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, অধ্যাপক ইউনূসের বক্তব্যে পূর্ণ আস্থা রাখছে তার দল।

আর, রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি – এনসিপি।

বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, সার্বিক পরিস্থিতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে, বিএনপির প্রত্যাশামত ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

“ফলে চাপ তৈরির কৌশল হিসেবে বিএনপি মাঠে থাকতে পারে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গড়ায় এমন কোনো কর্মসূচির দিকে হয়ত তারা যেতে চাইবে না।”

রোডম্যাপের জন্য ‘কর্মসূচির’ কথা ভাবছে বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় সাংবাদিকদের বলেছেন, জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে ‘চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে’ নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছেন।

“নির্বাচনটা যে চাচ্ছি, সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আমরা মনে করি নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকার। সেই সরকারের শক্তি আর একটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে,” যোগ করেন মির্জা ফখরুল।

এদিকে, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, রোডম্যাপ ঘোষণার জন্য এতোদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানাতে চান।

“ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো। উনি কী পদক্ষেপ নেন এবং কী ঘোষণা দেন, সেটার জন্য কিছু সময় অপেক্ষা করবো আমরা,” বলেন মি. আহমেদ।

এরপরও প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “প্রধান উপদেষ্টা যদি একেক সময় একেক কথা বলেন, দেখতে হবে উনি কেন এভাবে বলছেন?”

“আমরা আগে ওনার সাথে কথা বলে নেবো। তার প্রেক্ষিতে উনি কী করেন সেটা দেখবো। তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে-ময়দানে, জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরবো,” বলেন এই বিএনপি নেতা।

সময়ের শর্ত নয়, নিরপেক্ষ নির্বাচনের শর্ত জামায়াতের

বিএনপি কর্মসূচি নিয়ে নামলে তাদের একসময়ের জোটসঙ্গী এবং বর্তমানে অন্তত বক্তব্য-বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ইসলামী কী করবে?

এমন প্রশ্নে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেন, “এমন না যে সরকার কিছুই বলেনি। সরকার তো একটা আইডিয়া দিয়েছে। সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় চাচ্ছে, জামায়াতে ইসলামী ততটুকু সময় দেয়ার পক্ষে।”

“ছয় মাস আগে কী পরে – এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে চৌদ্দ-আঠারোর মত নির্বাচন হলে লাভ কী? তাই, সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি,” বলেন অধ্যাপক পরওয়ার।

সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের উল্লেখ করে এর সাথে দ্বিমত পোষণ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, “একদিকে বলবো সংস্কার চাই, অন্যদিকে বলবো সংস্কার ও নির্বাচন একসাথে হয়। হয় না। তাহলে পেছনের ১৫ বছরের কালো জীবন আমাদের ফিরে আসবে।”

তিনি বলেন, তারা (জামায়াত) আপাতত মাঠে নামার প্রয়োজনীয়তা অনুভব করছেন না।

“অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনের সময়ের জন্য আন্দোলনে নামে, তারা কী বলে সেটা দেখে তখন আমাদের দলের বক্তব্য তুলে ধরা হবে,” বলেন তিনি।

আগামীতে সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা ও নির্বাচনমুখী রাজনীতি করার কথা বলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা।

সংস্কারের পক্ষে মাঠে থাকবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি এনসিপিও তাদের দাবি ও কর্মসূচি নিয়ে মাঠে থাকতে চায়।

নতুন দলটির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে বলেন, “আমরা জনগণের কাছে রাষ্ট্রের সংস্কারের প্রক্রিয়ার প্রয়োজনীয়তা হাজির করবো।”

“দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে রাষ্ট্রের সামগ্রিক সংস্কারে সরকারের উদ্যোগকে দৃশ্যমান করা, গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার কার্যক্রমকে গতিশীল করা ও গণপরিষদ নির্বাচনের দিকে সরকারের পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আমরা রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবো,” বলেন মি. হোসেন।

বিএনপি এবং এনসিপি ভিন্ন ভিন্ন অগ্রাধিকার নিয়ে মাঠে থাকলে রাজনীতিতে উত্তাপ ছড়াতে পারে কী না এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা মনে করি পূর্বের মতো হানাহানি-মারামারির যে রাজনীতি ছিল, তার বাইরে এসে পলিসি নির্ধারণের যে রাজনীতি, রাজনৈতিক দলগুলোকে সেইদিকেই এগোনো উচিত।”

রাজনৈতিক বিশ্লেষকের অভিমত

ক্রমশ বৈরিতার পথে হাঁটা দলগুলোর অবস্থান আগামীতে তৃণমূলের রাজনীতিতে কিছুটা উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ।

“বিশেষ করে এই ধারণা ছড়াতে পারে যে, সরকার এনসিপিকে আরেকটু স্ট্রং ফুটিং (পরিধি বাড়ানোর) এর সুযোগ করে দিচ্ছে,” বলেন তিনি।

“আর যদি সরকারের গুড ইনটেনশন (ভালো মনোভাব) আমলে নেওয়া হয়, অর্থাৎ যথার্থ অর্থেই তারা কিছু রিফর্ম করতে চাচ্ছেন – তাহলেও নির্বাচন ডিসেম্বর নাগাদ করা কঠিন। কারণ, ন্যূনতম সংস্কার এবং ঐকমত্যে পৌঁছানোর চ্যালেঞ্জ উতরানো সহজ হবে না,” বিবিসি বাংলাকে বলছিলেন অধ্যাপক আহমেদ।

ফলে বিএনপি একটা চাপ ধরে রাখতে চাইবেই, বলে মনে করেন তিনি।

অন্যদিকে, জামায়াতের ভোটের সংখ্যা বা জনসমর্থনে নির্বাচনের সময়সীমা বিশেষ ফারাক তৈরি করবে না, তাই তাদের উদ্বেগের কিছু নেই, ব্যাখ্যা করেন অধ্যাপক আহমেদ।

“আর, সময় গড়ালে এনসিপি দলের শক্তি বাড়ানোর সুযোগ পাবে, ফলে তাদের অবস্থান নির্বাচন পেছানোর পক্ষে থাকা স্বাভাবিক,” বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক।

তবে তার মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিংবা অস্থিতিশীল হয়ে পড়ে রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানে যাওয়ার সম্ভাবনা কম।

বিবিসি বাংলা

এ সম্পর্কিত আরো খবর

উপদেষ্টা মন্ডলীঃ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!