নারায়ণগঞ্জের অজোপাড়াগাঁখ্যাত আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেই স্বশিক্ষিত লাক মিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) লাক মিয়া ছাড়াও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই ঘটনায় দুদক জানায়, লাক মিয়ার ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই বিশাল লেনদেন হয়েছে।
আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এমন কথা জানান।
আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে লাক মিয়ার বিরুদ্ধে আরো মামলা করা হয়েছে। লাক মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে ১৪ কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, মাহমুদার ১৪টি ব্যাংক হিসাবে ৪৬১ কোটি ১৬ লাখ ৮৬ হাজার ১৪৬ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসব লেনদেন হয়েছে।
নাম প্রকাশ না করার অুৃনরোধে দুদকের একটি সূত্র জানায়, ‘বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামলে সাবেক এমপি ও হুইপ নজরুল ইসলাম বাবু আড়াইহাজার উপজেলায় জমি অধিগ্রহণের হাজার হাজার কোটি টাকা লুটিপাট, জমি দখল, ভূমিদস্যূতা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ফকির অ্যাপারেলসে লুটপাট ছাড়াও মাদক ব্যবসার মাধ্যমে এসব অবৈধ টাকা অর্জন করে। সেই হাজার হাজার কোটি টাকা সম্পদের সংবাদ পাচারের বিষয় আওয়ামীলীগ সরকারের শাসনামলে বারবার প্রচার হলে এই দুদক নজরুল ইসলাম বাবুকে সাধু রাজনীতিবিদ হিসেবে চারিত্রিক সার্টিফিকেট প্রদান করে কৎকালীন সময়ের দুদকের অসাধু কর্তারা । ওই সময় এমন সার্টিফিকেট প্রদান করলে দুদকের প্রতি সাধারণ মানুষের ধিক্কার থাকলেও কেউ কোন কথা বলার সাহস করতো না।
সুত্র: এনএনইউ