ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা তাতী দলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.সিদ্দিকুর রহমান উজ্জলের সৌজন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় গরীব দুস্থ মানুষের ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার ( ২৮ মার্চ ) বিকেল ৩টায় জেলা পরিষদ সংলগ্ন আমিজ ভবনের সামনে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
উক্ত ঈদ খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব
মশিউর রহমান রনি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাতীদলের সভাপতি এড.মুস্তাফিজুর রহমান শুকুর মাহমুদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল,যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ,বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম,আব্দুল মান্নান,সামাজিক সংগঠন শাপলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার,শাহী জামে মসজিদ মাদরাসার সভাপতি আব্দুল মান্নান,ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদল নেতা হাসান ইমাম সম্রাট,ফতুল্লা থানা তাঁতীদলের সভাপতি ইউনুস মাস্টার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন,সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক সৈয়দ তাইজুল ইসলাম, সোনারগাঁও পৌরসভা তাঁতীদলের সভাপতি ডা:আলী আকবর,এড.সারোয়ার হোসেন,ফতুল্লা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সহ ফতুলা,সিদ্ধিরগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁও, আড়াইহাজার সহ জেলা,থানা ও ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।