স্টাফ রিপোর্টার:
ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার মৃত.আবদুস সাত্তারের ছেলে চিহিৃত মাদক ব্যবসায়ী মো.মুসলিমের চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে কাশিপুরের ভোলাইলসহ আশপাশ এলাকার বাসিন্দাগন। ফতুল্লা মডেল থানায় একাধিক মামক মামলা থাকলে দিব্ব্যি প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন বাড়ির মালিকদেরকে চাদাঁ দাবী করে অতিষ্ঠ করে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গত তিনদিন পুর্বে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গনি মাদবরের বাড়িতে গুলিবর্ষন করে মাদক ব্যবসায়ী মুসলিম,বড়ভাই খ্যাত আজমেরী ওসমানের আস্থাভাজন বান্টি ও কাইল্লা রিপনসহ তার কিশোরগ্যাং সদস্যরা। এছাড়াও নাছির সাহেবের বাড়ির নির্মান কাজের সেখানে বাধা প্রদান করে। প্রাথমিকভাবে ২০ হাজার চাঁদা দিলে রক্ষা পায় নাসির। ২০ হাজার টাকা চাঁদা দিয়েও রক্ষা পায়নি বাড়ির মালিক নাসির। মুসলিমগংদের কাছ থেকে নির্মান সামগ্রী ইট-বালু-সিমেন্ট সংগ্রহ না করলে বাড়ি নির্মান কাজ করতে দেবে না এবং রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে গুম-খুনের হুমকী প্রদান করা হয় বাড়ির মালিক নাসিরকে।
স্থানীয়রা আরো জানান,মাদক ব্যবসায়ী মুসলিম নগরীর ডিআইটি এলাকা থেকে আজমেরী ওসমানের সহযোগি বান্টিকে নিয়ে প্রতিদিন রাত হলেই এলাকাতে চাদাঁর দাবীতে বাড়িতে বাড়িতে ঢুকে মালিকদেরকে চাঁদার জন্য হুমকী,চুরি,ছিনতাইসহ যাবতীয় অপকর্ম করে যাচ্ছে। মুসলিমের সাথে থাকা কাইল্লা রিপন ও তার কিশোরগ্যাং সদস্যরা প্রতিনিয়ত এলাকায় ঘুরে ঘুরে মাদক বিক্রিসহ যাবতীয় অপরাধ করে বেড়ালেও পুলিশ প্রশাসনের নিরবতার ফলে মুসলিম বাহিনীর সদস্যদেও উৎপাত মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। মুসলিম বাহিনীর অব্যাহত চুরি-ছিনতাই ও চাদাঁবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে ভোলাইলসহ আশপাশের বাসিন্দাগন।
চিহিৃত মাদক ব্যবসায়ী মুসলিম-বান্টি বাহিনীর অত্যাচার থেকে বাচঁতে স্থানীয় ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাবের সদয় হস্তক্ষেপ কামনা করেন।