ফতুল্লা ইউনিয়ন-৪ নং ওয়ার্ড বিএনপির উদোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার ফতুল্লা চৌধুরী বাড়ি পারিবারিক মিলনায়তনের সামনে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জুয়েল চৌধুরীর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার,ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, যুগ্ম আহবায়ক আমিনুল হাসান লিটন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, বিএনপি নেতা আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা হযরত আলী সহ স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজিব, দোয়া পরিচালনা করেন ফতুল্লা সমবায় মার্কেট মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান।