হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌসুর রহমান বলেছেন, “ছাত্রলীগ, যুবলীগ, হেলমেট বাহিনী বা আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি—কোনো ছাতা-মাতা আমরা ভয় পাই না।”
মঙ্গলবার(২৯শে এপ্রিল) ফতুল্লা পঞ্চবটি এলাকার আকবর কনভেনশন সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার প্রতিনিধি সম্মেলন ও নতুন কমিটি ঘোষণার সময় তিনি এ বক্তব্য দেন।
সম্মেলনে ফতুল্লা থানার সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমি বলেন, “৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারায়ণগঞ্জ থেকে লাখো মানুষ নিয়ে আমরা মিছিল করব। বাতিল শক্তির সঙ্গে আমাদের কোনো আপোস নেই।”
নতুন কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমিকে থানা সভাপতি ও মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ১৫১ সদস্যের কমিটিও ঘোষণা করা হয়। সম্মেলন শেষে ৩ মে-র সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে পঞ্চবটি থেকে ফতুল্লা থানা গেট পর্যন্ত মিছিল বের করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ, মাওলানা মীর আহমাদুল্লাহ মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা তৈয়ব আলী হোসাইন, মাওলামা ইব্রাহিম খলিল,মুফতি আলাউদ্দিন ফরাজি, মাওলানা দ্বীন ইসলাম,মুফতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
হেফাজতে ইসলামের এ সমাবেশ আগামী কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে তাদেরদাবিগুলো জোরদার হতে পারে।
a